• সোমবার, ২৬ মে ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জামালপুরে নাগরিক সেবায় ইউএনও জিন্নাত শহীদ পিংকী’র সফলতা বিট কর্মকর্তার ছত্রছায়ায় খাস জমিতে টিনসেটের রাজত্ব — উত্তপ্ত আইস মুর্শিদাবাদ জেলা পুলিশের বড় সাফল্য, ঝাটকা অভিযানে উদ্ধার সাতটি আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ গাজীপুরের কাশিমপুরে মাদকের অবৈধ ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে গাজীপুরের টঙ্গীর বনমালা রোডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কোনাবাড়ীতে আওয়ামী দোসরের তাণ্ডব, সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর বিয়ের সাত বছর পর সম্পর্ক অস্বীকার, স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে জোসনা মোহনপুরে হিমাগারে বাঁশের বেড়া অপসারণ করলেন প্রশাসন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষন কর্মশালা- ২০২৫ অনুষ্ঠিত হয়। সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

‘আমার দেশ’ সম্পাদক এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি / / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আমার দেশ পাঠকমেলা কিশোরগঞ্জ উপজেলা শাখা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার বেলা তিন টায়  প্রায় দেড় ঘন্টাব্যাপি স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার ছাপাখানা নষ্ট ও পত্রিকাটি বন্ধ করে কন্ঠরোধ করে রেখেছিল।  যাতে আমার দেশ সত্য লিখতে না পারে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে একশোর অধিক মামলা দিয়েই ছাড়েননি, সন্ত্রাসী দিয়ে তঁাকে কোর্টে হত্যার চেষ্টাও করেছে। এরপরও আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক মাহমুদুর রহমান অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি। সেই আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। যাতে পত্রিকাটি সত্য লিখতে না পারে। সেটা এই নতুন বাংলাদেশে সম্ভব নয়। আমাদের দেশ’র সাথে গোটা বাংলাদেশের মানুষ রয়েছে। তাই অবিলম্বে মামলা প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্মের বিচারের দাবী করা হয় মানববন্ধন ও সমাবেশে।

মানববন্ধন ও সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ। আমার দেশ পাঠকমেলার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, শিক্ষক ও পাঠকমেলার সদস্য শিক্ষক শহিদুল ইসলাম,  কিশোরগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহম্মেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ,দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মাফি মহিউদ্দিন প্রমুখ।

আমার দেশ পাঠকমেলা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবসহ সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে।


More News Of This Category
bdit.com.bd