• শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
মুর্শিদাবাদ জেলা পুলিশের বড় সাফল্য, ঝাটকা অভিযানে উদ্ধার সাতটি আগ্নেয়াস্ত্র সহ তাজা কার্তুজ গাজীপুরের কাশিমপুরে মাদকের অবৈধ ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে গাজীপুরের টঙ্গীর বনমালা রোডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কোনাবাড়ীতে আওয়ামী দোসরের তাণ্ডব, সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর বিয়ের সাত বছর পর সম্পর্ক অস্বীকার, স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে জোসনা মোহনপুরে হিমাগারে বাঁশের বেড়া অপসারণ করলেন প্রশাসন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষন কর্মশালা- ২০২৫ অনুষ্ঠিত হয়। সারাদেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক-২ গাজীপুরে চোরাই মোটরসাইকেল ঢাকায় উদ্ধার গ্রেফতার ১

কোনাবাড়ীতে আওয়ামী দোসরের তাণ্ডব, সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর

কোনাবাড়ী প্রতিনিধি / / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

কোনাবাড়ী প্রতিনিধি :

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল, নজরুল মার্কেট ১২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চ্যানেল ২১-এর গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আলমগীর হোসাইন এর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে সাংবাদিককে সেলুনে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) দুপুরে, যখন সাংবাদিক আলমগীর স্থানীয় একটি সেলুনে চুল কাটাতে যান। অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে মোঃ সাইফুল ইসলাম সেখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হঠাৎ তার শার্টের কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তাকে সেলুনের ভেতর অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তথ্য সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম কোনাবাড়ী ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী দোসর। ফ্যাসিষ্ট স্বৈরাচার পতনের ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অন্যতম সহযোগী ছিলেন আওয়ামী দোসর সাইফুল ইসলাম। সাংবাদিক আলমগীর হোসাইন জানান, “আমি এর আগে মোঃ সাইফুল ইসলামের মাদক ব্যবসা, অনিয়ম ও প্রভাব খাটানো নিয়ে অনুসন্ধান করেছিলাম এবং এক পর্যায়ে এটি তার কানে যায় সেই থেকে আমার প্রতি তার মনে ক্ষোভ বিরাজ করছিলো। মনে হচ্ছে, সেই কারণেই আজ এই পরিকল্পিত হামলার শিকার হয়েছি। ”স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ সাইফুল ইসলাম মাদকদ্রব্য সেবন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এসব অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অর্থের যোগান দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাংবাদিক আলমগীর। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd