রফিক ইসলাম, গাজীপুর প্রতিনিধি :
মঙ্গলবার (২০মে) সকাল ১১ ঘটিকায় গাজীপুর টেকনগপাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন সাগড় সৈকত কনভেনশন হলে বাসন মেট্রো থানা বিএনপির আয়োজনে ৩১ দফা ও জন-সম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ এর সভাপতিত্বে ও বাসন মেট্রো থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি। ৩১ দফা ও জনস্পৃক্তি কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনা ও তারুণ্যের অহংকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশের কল্যাণে কাজ করবো, তিনি বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তার বাহিরে যাবার কোন সুযোগ নাই। বিএনপির রাজনীতিতে কোন সন্ত্রাস, চাঁদাবাজে যায়গা হবে না। প্রধান বক্তার বক্তব্যের সময় প্রশ্ন উত্তর পর্বে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন মাঠপর্যায়ে আপনারা সাধারণ মানুষ কে এমন করে বুঝাবেন যেন মানুষ বিএনপিকে ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কথা না বলেন, বিনয়ের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে। এলাকাবাসীর সাথে ভালো ব্যবহার দেখাতে হবে। প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার বলেন বিএনপি এমন একটি দল যে দলের কথা মানুষের হৃদয়ে গাথা আছে। আমরা এমন ব্যবহার দেখাবো যেন সাধারণ মানুষ আমাদের ডাকে সারা দেয়। শওকত সরকার বলেন গাজীপুরের মাটিতে অধ্যাপক এম এ মান্নান এমনি এমনি হয়নি, তিনি ছিলেন একজন মাটির মানুষ, একজন সৎ নিষ্ঠাবান কর্মী, কর্মী থেকে নেতা, নেতা থেকে এমপি, মন্ত্রী, গাজীপুর সিটির প্রথম নগর পিতা হয়ে গেছেন বিএনপির মান্নান, তাই তো তিনি আজকে গাজীপুরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক এম এ মান্নান স্যার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত আওয়ামী স্বৈরাচারী সরকার ৩৬ লাখেরও বেশি বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছেন এবং অধিকাংশ নেতাকর্মীদেরকে জেল হাজতে রেখেছিলেন। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, স্বৈরাচার পতনের ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা মাথায় নিয়ে অনিশ্চিত দিন পার করছেন। তারা অনতিবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অনুষ্ঠানে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে আরো শক্তিশালী এবং সংগঠিত আছে বলে নেতৃবৃন্দ দাবি করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপি সাবেক সভাপতি ও ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু, সহ বাসন থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গাজীপুর মহানগর, বাসন মেট্রো থানা বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। পরে গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন ও গাজীপুরের মাটি ও মানুষের নেতা গাজীপুর সিটির সাবেক প্রথম মেয়র আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যার সহ অন্যান্য সকল আন্দোলনে নিহত বিএনপি সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।