• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য, সেবায় চরম বিঘ্ন ও ভোগান্তি রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড় । দৈনিক সময়ের ডাক গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ডের কৃষক দলের কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠান গাজীপুর ছাত্রদলের দুর্দিনের কর্মী অনিক কে বহিষ্কার করায় প্রতিবাদের ঝড় কর্মীদের মাঝে গাজীপুর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন নববর্ষে বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ গাজীপুরে বাসন মেট্রো থানা জিয়া সৃতি সংসদ বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের আনন্দময় উৎসব —-মো: টুটুল তালুকদার মাননীয় প্রধান উপদেষ্টা, প্রিয় আশিক চৌধুরী বনাম একশ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রসঙ্গে খোলা চিঠি। নওগাঁয় ক্ষুদ্রনৃগোষ্টি আদিবাসী পরিবারের গৃহবধু পরোকিয়ার বলি শিকার অতঃপর সন্ধ্যারানীকে ফিরেপেতে সংবাদ সম্মেলন

শ্যামনগরে তিন প্রতারক আটক

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধিঃ

২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ) বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুর মার্কেট হতে ডিজিএফআই শ্যামনগর উপজেলা প্রতিনিধি সার্জেন্ট আল মামুন এর তথ্যের ভিত্তিতে ভূয়া আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫) পিতাঃ আহমদ আলী(গ্রামঃ মনশ্বর,থানাঃরাজারহাট,জেলাঃ কুড়িগ্রাম)

নিজেকে শ্যামনগর উপজেলায় অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানে ১৮০০০ টাকা বেতন দেওয়ার প্রলোভন দিখিয়ে নিজের টাইপ করা একটি কাগজে নিয়োগ বিজ্ঞপ্তি এলাকায় প্রচার করলে ৪০ জন লোকের থেকে ২০০ টাকার ফরমে আবেদন করেন এবং জামানত হিসাবে ৪০ হাজার টাকা করে জন প্রতি নেওয়ার জন্য প্রার্থীদের কাছে প্রস্তাব করে কাজ করেন।৪০ জন থেকে ৪০ হাজার টাকা করে প্রাথমিকভাবে মোট ১৬ লক্ষ টাকা কালেকশন করা প্লান করেন। *উল্লেখ্য যে* তিনি কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রশ্নপত্র সহ যাবতীয় সরঞ্জামসহ তাকে শ্যামনগরের আবাসিক হোটেল ম্যানগ্রোভ থেকে আটক করা হয়।

উল্লেখিত আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালকের সাথে আরো স্থানীয় শ্যামনগর উপজেলার দুই জন প্রতারক প্রতারণার সাথে জড়িত রয়েছে। তারা হলেন ১। মোঃ ফয়সাল বাদশা (৩২) পিতা: শামসুর রহমান(গ্রামঃ ছোট কুপট,পোষ্টঃ নওয়াবেকী,থানাঃশ্যামনগর,জেলাঃ সাতক্ষীরা,২। জিএম সেলিম আহমেদ(৩৫) পিতাঃ আবু হেনা মোস্তফা কামাল,গ্রামঃ +পোষ্টঃ নওয়াবেকী,থানাঃ শ্যামনগর,জেলাঃ সাতক্ষীরা) উক্ত তিন প্রতারককে ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখার নজরদারি মাধ্যমে সেনাবাহিনীর পাওখালি কালিগন্জ ক্যাম্পের মাধ্যমে আটক করা হয়

উল্লেখিত ব্যক্তিরা ১ বছর আগে শ্যামনগর উপজেলায় সোশ্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও পরিচালনা করে এলাকায় প্রতারনা করে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে তারা উক্ত নাম পরিবর্তন করে আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশন নামে এনজিও খোলে এলাকায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার উদ্দেশ্য কাজ চলমান ছিল।

উক্ত আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশন এর এমডি সহ তিন প্রতারকে ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখার মাধ্যমে নজরদারি করে প্রতারনার কাগজপত্র,যাবতীয় ডকুমেন্টস প্রমান সহ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের মাধ্যমে আটক করা হয়।

শ্যামনগর উপজেলায় আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশন এর কোন অফিস বা কার্যক্রম নেই।উপজেলা সমাজ সেবা অফিসের কোন ছাড়পত্র বা নিবন্ধন নেই,উপজেলা প্রশাসনের কোন অনুমতি নেই।কোন কার্যক্রম না থাকা সত্ত্বেও তারা নিয়োগ দিয়ে নিয়োগ বানিজ্যের করার চেষ্টা করে।


More News Of This Category
bdit.com.bd