• বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর ছাত্রদলের দুর্দিনের কর্মী অনিক কে বহিষ্কার করায় প্রতিবাদের ঝড় কর্মীদের মাঝে গাজীপুর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন নববর্ষে বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ গাজীপুরে বাসন মেট্রো থানা জিয়া সৃতি সংসদ বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের আনন্দময় উৎসব —-মো: টুটুল তালুকদার মাননীয় প্রধান উপদেষ্টা, প্রিয় আশিক চৌধুরী বনাম একশ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রসঙ্গে খোলা চিঠি। নওগাঁয় ক্ষুদ্রনৃগোষ্টি আদিবাসী পরিবারের গৃহবধু পরোকিয়ার বলি শিকার অতঃপর সন্ধ্যারানীকে ফিরেপেতে সংবাদ সম্মেলন নওগাঁর বর্ষাইল-ঝালঘরিয়া মন্দিরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা থানায় মামলা গঙ্গাচড়ায় ভিজি এফ’র চাল আত্মসাৎ অভিযোগ ইউপি সদস্য ঝর্ণার বিরুদ্ধে : বাংলাদেশ প্রেসক্লাব ধামইরহাট উপজেলা শাখার আহব্বায়ক কমিটি গঠন ইসলামপুর বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান: রাজনৈতিক মাঠে নতুন মাত্রা

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কেন্দ্রীয় ইফতার মাহফিল, এ যেন এক মহা মিলন-মেলা

অথই নূরুল আমিন / / ২৬ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

অথই নূরুল আমিন :

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইফতার মাহফিল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে, আয়োজিত ইফতার মাহফিল ১৫. ৩. ২০২৫.অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে, দেশের সকল জেলা উপজেলার আমীর ও সেক্রেটারি এবং শাখা আমীর সেক্রেটারি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার রোকন সহ প্রায় সবাই উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে আমি ও বিশেষভাবে দাওয়াতী ছিলাম। কথা থাকে যে, হাজার হাজার লোকের সমাগম ঘটে উক্ত অনুষ্ঠানে। দেখলাম সবার চালচলন আচরণ নিয়ম – শৃংখলা এতই সুন্দর অনুষ্ঠান।প্রিয় পাঠক, তা কিন্তু দুই চার পাতায় লিখে শেষ করা সম্ভব নয়। সবার সাথে সবার রয়েছে যেমন সুমধুর সম্পর্ক,সুন্দর ব‍্যবহার। মনে হয় সবাই সবার পরম আত্মীয়। মনে হলো সবাই যেন সবার খুবই আপন। ভদ্রতা নম্রতা আর মনভোলানো ইফতার মাহফিলের আয়োজন দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছি। উক্ত ইফতার মাহফিল একটা সময় মহা এক মিলনমেলায় পরিণত হয়। সাবেক এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি, মিয়া গোলাম পরওয়ারের উপস্থিতে, জামায়াতে আমীর সভাপতির ভাষণে তিনি সুন্দর বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন এখন আমাদের মাঝে আরো শক্তিশালী ঐক্যের প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের এবং সমাজের সম্মান বজায় রেখে চলার পরামর্শ দেন তিনি। উক্ত ইফতার মাহফিলে আমীরে জামায়াত শ্রদ্ধেয় ডা. শফিকুর রহমানের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ হয়। এবং আমার লেখা বই’ আমার যুদ্ধ কলমে ” উপহার দিই । তিনি খুবই খুশি হয়েছেন। আমাকে তিনি যথেষ্ট সময় দিয়ে কৌশল বিনিময় করেছেন। আমার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সদস্য এবং মিশন শিক্ষা পরিবারের প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবীর স‍াহেব এবং বিশিষ্ট ব‍্যবসায়ী আবুল খায়ের বাচ্চু সাহেব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি সহ কেন্দ্রীয় কমিটির অনেকের সাথে উক্ত মাহফিলে আমার কৌশল বিনিময় হয়। তাদের অনেকেই জুলাই বিব্লবের সেরা লেখক হিসেবে আমাকে আখ্যায়িত করেন। যা আমার জন‍্য বড়ো পাওনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে আমার বেশকিছু কলাম রয়েছে। যা আমি আমার মতো করে লিখেছি। লেখাগুলো সবার ভালো লাগবে তা নয়। তবে আমি মুক্তমনা বা স্বাধীন মনা লেখক হিসাবে আমি এসব লেখা লিখেছি। এবং ত্রিশ জুলাই বিশেষ করে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে শতভাগ সত্যি কথা নিয়ে যে কলাম লিখেছি। তা হয়তো বাংলাদেশে একমাত্র আমি একা এত বড়ো দুঃসাহসী লেখা আমি ছাড়া আর কেউ ত্রিশ জুলাই ২০২৪ লিখেছে বলে আমার জানা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিল অনুষ্ঠানে আমার আগমনী এবং বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় এবং জামায়াতে আমীরের সাথে কৌশল বিনিময়সহ সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। মিশন শিক্ষা পরিবার এর প্রফেসর ও প্রিন্স এম হুমায়ুন কবীর স‍্যার এবং বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজ সেবক, আবুল খায়ের বাচ্চু স‍্যার। পরিশেষে কথা থাকে যে, বতর্মান নির্বাচনমুখী সমগ্র দেশ। আজকে ঢাকা শহর,উপশহর, মহানগরী তথা জেলা উপজেলা ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত সব জায়গা জুড়ে জামায়াতের একটা জায়গা দীর্ঘদিন ধরেই হয়েছে। আজকে সকল জায়গায় তাদের ভোটের একটা বিষয় হয়ে দাড়িয়েছে। উক্ত ইফতার মাহফিল এই সুন্দর এবং মনোমুগ্ধকর আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তিনশ আসনের সম্ভাব‍্য প্রায় সকল এমপি প্রার্থীগণ ও উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd